190+ Durga Puja Wishes In Bengali [দুর্গা পুজা উইশেস্ 2021]

Durga Puja Wishes: আপনি কি আপনার প্রিয়জনদের দুর্গা পূজার শুভেচ্ছা জানানোর জন্য দুর্গা পুজোর কবিতা এবং শুভেচ্ছা বার্তার সন্ধান করছেন? তাহলে আপনাকে এখানে স্বাগত জানাই। কারণ এখানে আপনি দুর্গা পুজোর কবিতা এবং শুভেচ্ছা বার্তার একটি দারুন সংগ্রহ পাবেন। এই সংগ্রহগুলির মাধ্যমে আপনি আপনার প্রিয়জনদের শুভেচ্ছা জানাতে পারবেন।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। এই উৎসবের জন্য বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে। পুজোর দিনগুলোয় মানুষ সব দুঃখ কষ্ট ভুলে উৎসবের আনন্দে মেতে ওঠে। সবাই নিজের বন্ধু, প্রিয়জনদের সঙ্গে নতুন জামা পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখতে যায়। এই সময় সবাই নিজেদের প্রিয়জনদের দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন কবিতা ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে ভালোবাসা জানাতে চায়।  কিন্তু সবাই তো আর ভালো কবিতা আর শুভেচ্ছা বার্তা লিখতে পারে না। তাদের জন্য আমরা দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা এবং কবিতার একটি বিশাল সংগ্রহ নিয়ে এসেছি।
এখন আপনি সহজেই আপনার প্রিয়জনের জন্য আপনার পছন্দমত দুর্গা পূজার কবিতা এবং শুভেচ্ছা বার্তা খুঁজে পাবেন। তাহলে আর দেরি না করে চলুন আপনার পছন্দের কবিতা এবং শুভেচ্ছা বার্তা খুঁজে নিন এবং আপনার প্রিয়জনকে শারদীয়া শুভেচ্ছা জানান।

Durga Puja Wishes [দুর্গা পুজা উইশেস্]

Here you can find some Durga Puja wishes in bengali.

  • শরৎ মেঘে ভাসলো ভেলা
    কাশ ফুলেতে লাগলো দোলা,
    ঢাকের উপর পড়লো কাঠি
    পুজো কাটুক ফাটাফাটি।
    – শুভ মহা নবমী
  • নীল আকাশের মেঘের ভেলা
    পদ্ম ফুলের পাঁপড়ি মেলা ,
    ঢাকের তালে কাশের খেলা
    আনন্দে কাটুক শারদবেলা।
    – শুভ সপ্তমী
  • আশ্বিনের এই শরৎ প্রাতে দেবী দূর্গার আশীর্বাদে দিনগুলী হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলি কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। – শারদীয় অভিনন্দন
  • হিমের পরশ লাগে প্রাণে শারদীয়ার আগমনে। আগমনের খবর পেয়ে বনের পাখি উঠলো গেয়ে। শিশির ভেজা নতুন ভোরে, মা এসেছে আলো করে। *** হ্যাপি দূর্গা পূজা ***
  • তোমার জন্য পুজো মানে,
    মহালয়ায় সকাল বেলায়, বীরেন বাবু
    তোমার জন্য ষষ্ঠী সকাল,
    কাঁপছে শহর খুশির ঝড়ে, ভীষণ কাবু।
  • শক্তি দিও, জ্ঞান দিও, সাহস দিও মাগো,
    আঁধার ভুবন করতে আলো
    জাগো তুমি জাগো।
    খুশির আলোয় ভরে যেন জগৎ ও সংসার
    অসুর নিধন সত্যি করা যায়
    প্রমান করো আরও একবার।
  • এই দুর্গাপুজোয় আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে যাক, আলোয় ঝলমলে হয়ে উঠুক। শুভ শারদীয়া
  • মা দুর্গার আগমনে দূর হটুক এই মহামারি…দুর্গাপুজোয় কেটে যাক আপনার পরিবারের সমস্ত বাধাবিঘ্নতা…শারদীয়ার শুভেচ্ছা জানাই
  • এই উৎসবে আপনাকে ও আপনার প্রিয় মানুষদের আমেজে ভরিয়ে তুলুক।
  • শুভ শারদীয়া।
  • দেবী দুর্গা আপনাকে তাঁর সর্বোত্তম আশীর্বাদ দিন।
  • আপনাকে এবং আপনার প্রিয়জনদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা।
  • শরৎকাল, হিমেল হাওয়া
    আনমনে তাই হারিয়ে যাওয়া,
    কাশফুল আর ঢাকের তালে
    শিউলি দোলে ডালে-ডালে,
    মা এসেছে বছর ঘুরে
    পূজোর হাওয়া তাই জগৎ জুড়ে !!
    *-* শারদীয় শুভেচ্ছা *-*
  • এবার মাগো বিদায় তবে
    আসছে বছর আবার হবে,
    সবাই কে মা রেখ সুখে
    বিজয়া হোক মিষ্টিমুখে !!
    *-* শুভ বিজয়া *-*

Best Durga Puja Wishes In Bengali Font

Here you can find the best collection of Durga Puja wishes.

  • শিউলি ফুলের গন্ধ মাখা শরৎ আকাশখানী, কাশফুল আর ঘাসের দোলায় কার ঐ পদধ্বনি? শারদীয় শুভেচ্ছা।
  • ষষ্ঠীতে হাসি খুশী, সপ্তমিতে ঘুরা। অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপর পরা। নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ, দেখতে দেখতে দশমীতে হবে সব শেষ।
    শুভ দূর্গা পূজা
  • হিমের পরশ লাগলো প্রাণে
    শারদীয়ার আগমনে,
    আগমনীর খবর পেয়ে
    বনের পাখি উঠলো গেয়ে,
    শিশির ভেজা নতুন ভোরে
    মা আসছে আলো করে।
    – শুভ ষষ্ঠী
  • মা আসছে ঘরে একটি বছর পরে
    প্যান্ডেলেতে বাজলো ঢাক,
    লেখা পড়া তোলা থাক।
    – শুভ ষষ্ঠী
  • মায়ের চরণ স্পর্শে দূর হবে সকল দুঃখ-কষ্ট, চারিদিক হবে আলোকিত। শুভ দুর্গোৎসব
  • শুভ দুর্গাপূজার উপলক্ষে আপনার সুস্বাস্থ্যের কামনা করি। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা নেবেন।
  • সকলকে দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
  • ভালো থাকা ভালোবাসা
    ভালো মনে কিছু আশা,
    বেদনার দূরে থাকা
    সুখস্মৃতি ফিরে দেখা,
    বোধন থেকে বরণ ডালা
    বিজয়া মানে এগিয়ে চলা !!
    -*- শুভ বিজয়া -*-
  • “অদূরে কাশের ফুল সারি সারি দলে
    ঢেউ তুলে হিল্লোলে
    সমীরণ বাঁধবে সকলকে বাহুডোরে
    নাম লিখি দুর্গা সহায় মমচিত্তে
    টুটবে গ্লানি ফুটবে হাসি নিতিনিত্যে”
  • “নতুন সাজে নতুন রূপে সাজবে সবার মন
    পূজার দিনে হাসি খুশিতে কাটবে সারাক্ষণ
    কদিন পরেই চলে যাবে মা ভাসিয়ে চোখের জলে
    ঠাই দিও মাগো তুমি মোদের তোমার চরণ তলে”
  • এসেছে শরৎকাল, এসেছে দেবী দুর্গা মাকে বরণ করার শুভলগ্ন৷ আসুন জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগদান করি এ মহা উৎসবে সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা ও আমন্ত্রণ রইল৷
    শুভ দূর্গা পূজা

Also Read:- Shopping Captions & Quotes

Top Durga Puja Wishes

Here we provide you some top Durga Puja wishes.

  • বিসর্জনের ঢাক উঠলো বেজে
    মন লাগে না কোনো কাজে,
    নীল আকাশে মেঘের নিত্য আসা যাওয়া
    মায়ের আশীষে পূরণ হোক সবার চাওয়া পাওয়া।
    – শুভ বিজয়া
  • শরৎকালের রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ, মা এসেছেন মোদের ঘরে, তাইতো মনে এতো আনন্দ। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই
  • এলো খুশির শরৎ, একটু হিমেল হাওয়া। পুজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া। অনেক খুশি অনেক আলো, পুজো কাটুক সবার ভালো। শারদীয়ার শুভেচ্ছা জানাই
  • ঢাকে পড়লো কাঁঠি,
    পূজোর মজা জমজমাটি,
    আনন্দে আর উৎসবেতে,
    পূজোর দিনগুলো হোক ফাটাফাটি।
    শুভ দুর্গোৎসব!
  • মা দুর্গার আগমনে
    সবার দুঃখ কষ্ট ঘুচে যাক।
    প্রার্থনা করি সবাই ভালো থাক।
    দুর্গাপূজার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
  • পুজোর দিন কাটলো ভালো
    জ্বলবে এবার নতুন আলো,
    ভালো কাটুক দশমীর দিন
    মিষ্টি মুখ হবে সারাদিন !!
    *-* শুভ বিজয়া *-*
  • হিমের পরশ মনে জাগে
    সবকিছু আজ নতুন লাগে,
    মা আসার খবর পেয়ে
    বনের পাখি উঠলো জেগে,
    শিশির ভেজা নতুন ভোরে
    মা এসেছে মর্তলোকে !!
    *-* শারদীয় শুভেচ্ছা *-*
  • “ষষ্ঠী থেকে আরম্ভ করে
    দশমীতে ভরবে জীবন সবার দুষ্টুমিতে
    অঞ্জলী দিয়ে পায়ে বলবো মাকে
    সবাই যেনো মাগো সুখে থাকে”
  • “পুজো মানেই কাশ বনে ঢেউ তুলে মেঘের ভেলা
    আগমনীর সুরে খুঁজে পাওয়া হারানো ছেলেবেলা”
  • ষষ্ঠী তে থাক নতুন ছোঁয়া,
    সপ্তমী হোক শিশির ধোয়া।
    অঞ্জলি দাও অষ্টমী তে
    দশমী টে হোক মিষ্টি মুখ,
    পূজা তোমার খুব জমুক।
  • শিউলি ফুলের গন্ধে যেন ভরে গেল মন, শুভ শীতল কাশের শোভায়ে জুড়ল দু নয়ন। আগমনের বার্তা বয়ে বাজছে ঢাকের সুর, শারদীয়ার দিনগুলো হউক আনন্দ মধুর। শুভ দুর্গা পুজা।
  • উৎসবের আজ শেষবেলা
    শুরু হবে সিঁদুর খেলা,
    মনের মাঝে রেখে মা কে
    জল ছল ছল এই দুচোখে।
    শুভ বিজয়া দশমী
  • বিসর্জন মানে মা আসবে আবার ফিরে
    খুশিতে থাকুক সবাই তোমায় ঘিরে,
    মনকে শুধু বোঝাই তবে
    আসছে বছর আবার হবে।
    – শুভ বিজয়া

Also Read:- Durga Puja Captions

Impressive Durga Puja Wishes In Bengali

Here you will find some impressive Durga Puja wishes.

  • শিউলি ফুলের গন্ধে মেতেছে আকাশ, বাতাস। কাশ ফুলের দোলা জানান দিচ্ছে মা আসছে। তাই তোমায় জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা
  • দেবীর আগমনে-আনন্দ উচ্ছ্বাসে
    নতুন জামা পরে, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে
    অবিরাম হাসিতে,
    পূজো কাটুক আনন্দে।।
    শুভ দুর্গা পূজা ।।
  • মা মঙ্গলময়ী আরাধনায় আনন্দ উৎসব
    খুশির প্লাবনে ভরে উঠুক,
    জীবনে আসুক সুখ ও সমৃদ্ধ।
    শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
  • ষষ্টিতে হাসি খুশী, সপ্তমিতে ঘুরা
    অষ্টমীতে অঞ্জলি আর নতুন কাপর পরা
    নবমীতে সারাদিন চলবে আড্ডা বেশ
    দেখতে-দেখতে দশমীতে হবে এবারের পূজো শেষ !!
    *-* শারদীয় শুভেচ্ছা *-*
  • শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে
    খোলা মাঠে কাশ ফুল, হাওয়ার তালে দোলে,
    রঙিন আলো চারপাশে মাতিয়ে দিলো মন
    শুরু হলো মায়ের পূজোর সেই শুভক্ষণ !!
    *-* শুভ শারদীয় শুভেচ্ছা *-*
  • “পূজো পূজো গন্ধ ভাসে শরতের বাতাসে
    ঘুম ভাঙ্গলো চণ্ডী পাঠে সাত সকালের আকাশে
    দেখতে যাবো কলকাতার ঠাকুর মেট্রো গাড়ি চেপে
    তার চোখে পড়লে চোখ হৃদয় উঠবে কেপে”
  • “দিন ফুরিয়ে যায় সময় চলে যায়
    সিঁদুর খেলার শেষে মা যে চলে যায়
    যে যেখানে থাকো সকলে ভালো থেকো
    বিদায়ের সুরে সুরে মাকে মনে রেখো”
  • শিউলি ফুল, নীল আকাশ, নতুন জামা, মাঠ ভরা কাশ, মা আসছেন কাল সকালে, সবাই থাকো দুধে ভাতে। হ্যাপি দূর্গা পূজা
  • বাতাসে শিউলি ফুলের গন্ধ, আকাশে মেঘের ভেলা। ওয়ার্ক স্টেশনে আমার এবার। কাজ থামাবার পালা! ### শুভ দূর্গা পূজা ###
  • আজ বাজে মনের মাঝে আগমনের গান,
    জগৎ জননী মা কে করি আহ্বান।
    শুভ দুর্গা পূজা!
  • ঢাকের তালে, কোমর দোলে,
    খুশীতে নাচে মন, আজ বাজা কাঁসর,
    জমা আসর, থাকবে মা আর কতক্ষন।
    শুভ দুর্গা পূজা ।।

Also Read:- Party Captions & Quotes

Cool Durga Puja Wishes

In this section, you can find some cool Durga Puja wishes.

  • দুর্গা নবমীর এই শুভ উপলক্ষ্যে আমি আশা করি আপনি সমৃদ্ধি এবং সাফল্যের সাথে মা মা দুর্গার দ্বারা ধন্য হন শুভ মহা নবমী
  • শরতের ওই নীল আকাশে, ভাসে মেঘের তরী
    মা দুর্গার রথ চড়ে আসেবে, আঁধার আলো করি !
    আকাশে বাতাসে আজ আনন্দের পূজা
    ভুবন মহিনী রূপে আসছেন মা দশভুজা !!
    ** জয় মা দূর্গা **
  • মঙ্গলভাব আমাদের চারপাশের বিশ্বে প্রবাহিত হোক, দুর্গা নবমীর এই দিনে এবং সর্বদা অনিষ্টগুলি দূর করা। চারপাশের বিশ্বে প্রবাহিত হোক, দুর্গা নবমীর এই দিনে এবং সর্বদা অনিষ্টগুলি দূর করা।
  • ভালো থাকা ভালবাসা
    ভালো মনে কিছু আশা,
    বেদনার দুরে থাকা
    সুখস্মৃতি ফিরে দেখা,
    বন্ধন থেকে বরন্দালা
    বিজয়া মানে এগিয়ে চলা !!
    *-*-* শুভ বিজয়া *-*-*
  • কুর-কুর-কুর বাজে ঢাক
    কৈলাস যে দিলো ডাক,
    শুরু হবে সিঁদুর খেলা
    দেবির যে আজ যাওয়ার পালা,
    বোধন থেকে বিসর্জন,
    ভালো রেখো মা সবার মন !!
    ** শুভ বিজয়াদশমী **
  • শরৎ মেঘে ভাসলো ভেলা
    কাশ ফুলেতে লাগলো দোলা,
    ঢাকের উপর পড়লো কাঠি
    পুজো কাটুক ফাটাফাটি।
    – শুভ মহা নবমী
  • “দাও চেতনা দাও প্রেরণা দাও মমতা
    কালের আঁধার মুছিয়ে দাও মা
    বাজুক কাঁসর জমুক আসর কাটুক তমসা
    সংকট নাশিনী অভয় দায়ীনী তুমি ভরসা”
  • এলো খুশীর শরৎ, একটু হিমেল হাওয়া। পূজোর ভোরে ঢাকের আওয়াজ, মায়ের কাছে যাওয়া। অনেক খুশী অনেক আলো, পূজো সবার কাটুক ভালো। শারদীয়ার শুভেচ্ছা রইলো
  • “মেঘ ছুট আকাশটা নীল ওই
    কাশ ফুল মাটিতে থৈ থৈ
    বাজে ওই ঢাকের পাগল সুর
    শুনতে লাগে বেশ মধুর”
  • দেবী দুর্গা আপনার মতো আশীর্বাদ করুন, তিনি রামকে দুর্ভোগের মতো লড়াই করার জন্য রামকে ধন্য করেছেন শুভ মহা নবমী

Also Read:- Outfit Captions & Quotes

Durga Puja Quotes

In this section, you can find some Durga Puja Quotes.

  • ঢাকের কাঠির মিষ্টি রেষ
    পূজো এবার হল শেষ,
    নতুন আশায় বাধি বুক
    সবার ইচ্ছে পুরন হোক,,
    আসছে বছর আবার হবে
    কে জানে কে কোথায় রবে !!
    ** শুভ বিজয়া **
  • “আসছে বছর আবার হবে
    ফিরবে মা আবার আপন ঘরে
    দীর্ঘ দিন অপেক্ষা করতে হবে
    মন তাই আজ কেমন করে”
  • পূজার বাঁশী বাজে দূরে
    মা আসছেন বছর ঘুরে
    শিউলির গন্ধে আগমনী
    কাশের বনে জয়ধ্বনি
    নীল আকাশে মাকে খুঁজো
    হাসি খুশি কাটুক পূজো।
    শুভ মহাষষ্ঠী
  • ঢাকের আওয়াজ ঢাই কুর কুর
    শোনা যায় ঐ আগমনীর সূর।
    মায়ের এবার আসার পালা
    শুরু হলো মজার খেলা।
    তাই নিয়ে এই সুখি মন জানাই আগাম অভিনন্দন।
    শুভ মহাষষ্ঠী
  • সুখের স্মৃতি রেখো মনে,
    মিষে থেক আপনজনে !
    মান অভিমান সকল ভুলে,
    আসার প্রদীপ রেখো জ্বেলে !
    মা আসবে এই আশা রেখে,
    সবাই মিলে থেকো সুখে !!
    ** শুভ বিজয়া **
  • দশমীর এই সন্ধে বেলা
    সাঙ্গ হলো সিঁদুর খেলা,
    মা এর ঘরে ফেরার পালা
    চোখের জলে বিদায় বলা,,
    মা এর হলো সময় যাবার
    আসছে বছর আসবে আবার !!
    *-* শুভ বিজয়া *-*
  • বিসর্জন মানে মা আসবে আবার ফিরে
    খুশিতে থাকুক সবাই তোমায় ঘিরে,
    মনকে শুধু বোঝাই তবে
    আসছে বছর আবার হবে।
    – শুভ বিজয়া
  • এলো খুশির শরৎ
    একটু হিমেল হাওয়া,
    অনেক খুশি অনেক আলো
    পুজো এবার কাটুক ভালো।
    – শুভ মহা অষ্টমী
  • শিশিরস্নাত ভোরের বাতাস… ঝলমলে রোদ খুশীর আভাস… রাত শেষের চাদের আলো… পূজা আসছে জানিয়ে দিলো। হুল্লোড় আড্ডা প্রেম অবকাশ, দুহাত দিয়ে ডাকছে আকাশ।
    *** শুভ মহাষষ্ঠী ***
  • কাশের বনে লাগলো দোলা, পূজো এলো ঐ, এক বছরের প্রতিক্ষা শেষ হল তাই, শারদীয় শুভেচ্ছা!

Also Read:- Selfie Captions & Quotes

Unique Durga Puja Quotes

Here you can find some unique Durga Puja Quotes.

  • এসেছে পূজো
    বেজেছে ঢাক !
    অফিসের ডাক
    নিপাত যাক!!
    *-* শুভ দূর্গা পূজা *-*
  • শক্তি দিও, জ্ঞান দিও, সাহস দিও মাগো,
    আঁধার ভুবন করতে আলো
    জাগো তুমি জাগো।
    খুশির আলোয় ভরে যেন জগৎ ও সংসার
    অসুর নিধন সত্যি করা যায়
    প্রমান করো আরও একবার।
  • শরৎ সকাল হিমেল হাওয়া,
    আনমনে তাই হারিয়ে যাওয়া।
    কাশফুল আর ঢাকের তালে,
    শিউলি ভেজা এই সকালে;
    মা এসেছেন বছর ঘুরে।
    পুজোর হাওয়া জগত জুড়ে।
    শুভ মহাসপ্তমী
  • শরতের ওই নীল আকাশে, ভাসে মেঘের তরী
    মা দুর্গার রথ চড়ে আসেবে, আঁধার আলো করি !
    আকাশে বাতাসে আজ আনন্দের পূজা
    ভুবন মহিনী রূপে আসছেন মা দশভুজা !!
    ** জয় মা দূর্গা **
  • আসছে পূজো, বাজছে ঢাক !
    তোরা সবাই ভালো থাক !!
    *-* শুভ দূর্গা পূজা -*-
  • এলো খুশির শরৎ
    একটু হিমেল হাওয়া,
    অনেক খুশি অনেক আলো
    পুজো এবার কাটুক ভালো।
    – শুভ মহা অষ্টমী
  • মা দুর্গার আশীর্বাদ আপনাকে সঠিক পথে পরিচালিত করতে এবং আপনার সমস্ত প্রচেষ্টাতে সহায়তা করতে পারে। সকলের কাছে দুর্গা নবমীর আন্তরিক শুভেচ্ছা
  • দুর্গাপূজা একটি ধন্য সময় মা দুর্গার গৌরবতে আনন্দ করুন এবং দেবীর সমস্ত আশীর্বাদ উদযাপন করুন আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতদের সাথে শুভ দুর্গা নবমী।
  • “মা আসছেন আমাদের কাছে একটি বছর পরে
    তাই কতো রকম প্রস্তুতি চলছে প্রতি ঘরে ঘরে
    মোড়ে মোড়ে বসবে মেলা জ্বলা নেভা আলোর খেলা
    সন্ধ্যায় আরতি হবে বাজবে ঢাক আর ঢোল”
  • “পুজো পুজো গন্ধ ভেসেছে আজ আকাশে, সাদা কাশ ফুল উরে যায় শরতের বাতাসে, মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন, এক সপ্তাহ পরে ষষ্ঠীতে মায়ের বোধন”

Also Read:- Taco Captions & Quotes

Top Durga Puja Quotes

In this section, you we provide you some top Durga Puja Quotes.

  • এই শুভ দিনটি সমৃদ্ধি এবং আনন্দ বয়ে আনুক, পরিবেশ এবং ভালবাসায় ভরে যায়, অতএব, আমি আপনাকে একটি মহান মহা নবমী কামনা করি!
  • শরতের ওই নীল আকাশে ভাসে মেঘের টোরি
    মা দূর্গা রথে চড়ে আসবে আঁধার এল করি,
    আকাশে বাতাসে আজ আনন্দেরই পূজা
    ভুবন মোহিনী রূপে আসছেন মা দশভুজা !!
    *** শারদীয়া শুভেচ্ছা ***
  • পুজো-পুজো গন্ধ ভেসেছে আজ আকাশে
    সাদা কাশ ফুল উড়ে যায় স্রোতের বাতাসে
    মহালয় দিয়ে দূর্গা পূজার আগমন,
    ১ সপ্তাহ পরে মায়ের বোধন !!
    *** শুভ শারদীয়া ****
  • “আশ্বিন মাসের দূর্গা পূজার ঢাকে পরলো কাঠি
    শরৎ আকাশের আলো লেগে সোনা হলো মাটি
    সবার মনোবাসনা পূর্ণ করুন মা অন্তর্যামী
    শুভেচ্ছা জানাই তোমায় আজ মহা অষ্টমী”
  • “অষ্টমীতে ভোগ দশমীতে সিঁদুর খেলা
    তোমার সাথে আড্ডা দেবো
    পুজোর বিকেল আর সন্ধ্যা বেলা”
  • মহানবমীর শুভ উপলক্ষে মা দুর্গা আপনার সমস্ত কামনা পূরণ করে। শুভ মহানবমী।
  • দেবী দুর্গার সাথে তাঁর অনুগ্রহের ঝর্না ও আশীর্বাদ আমাদের বাড়ী এবং হৃদয় এটি পূরণ করে, এই নবরাত্রি অতিরিক্ত বিশেষ হতে পারে, বিশ্বের সাথে এই মুহূর্তটি ভাগ করে নিতে। শুভ মহা নবমীর শুভেচ্ছা রইল
  • পুজোর কটা দিন সকলের ভালো যাক
    সবাইকে জানাই good wish good luck,
    আনন্দ হাসি গান with love and more fun
    বন্ধুত্ব প্রীতি ভালোবাসায় ভরে উঠুক মন প্রান
    *** শারদীয়া শুভেচ্ছা ***
  • অনেক স্বপ্ন পূরণ করে
    মা চলে যান কোন সুদূরে,
    মা-এর আসা, মা-এর যাওয়া
    নতুন খুশির নতুন হাওয়া,
    দুঃখ করে লাভ কি তবে
    আসছে বছর আবার হবে !!
    ** শুভ বিজয়া **
  • “পথে পথে ছড়িয়ে আছে শিউলি ফুলের আল্পনা
    মেঘ বলাকার পাখায় পাখায় হাজার কবির কল্পনা
    মেঘে মেঘে রোদের আলোয় খেলে সোনা রঙগুলি
    আঁধার গেছে টুটে এসেছে দূর্গা পূজার দিনগুলি”
    *** Subho maha saptami ***

Also Read:-

Fashion Captions & Quotes

Vodka Captions & Quotes

Final Word

আশা করি আপনি আপনার প্রিয়জনকে ইনস্টাগ্রামের মাধ্যমে দুর্গাপূজার শুভেচ্ছা জানানোর জন্য ভালো দুর্গা পুজোর কবিতা এবং শুভেচ্ছা বার্তা খুঁজে পেয়েছেন। এখানে আমরা আপনাকে বিভিন্ন রকম দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা এবং দুর্গাপূজা কোটস প্রদান করবো। আমাদের এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে আমাদের জানাবেন। আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুব মূল্যবান। আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনার সঙ্গে আবার দেখা হবে।